গাজীপুর: গাজীপুরের শ্রীপুর উপজেলার জৈনাবাজার এলাকায় বেতন বাড়ানোসহ বিভিন্ন দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শ্রমিকরা।
রোববার (২৭ জুলাই) সকালে ওই এলাকার আরএকে সিরামিক কারখানার শ্রমিকরা এ বিক্ষোভ করেন।
পুলিশ, শ্রমিক ও স্থানীয়রা জানায়, জৈনাবাজার এলাকায় আরএকে সিরামিক কারখানার শ্রমিকরা দীর্ঘদিন ধরে বেতন বাড়ানোসহ বিভিন্ন দাবি করে আসছিলেন। কিন্তু কারখানা কর্তৃপক্ষ তার কোনো কর্ণপাত করেনি। এক পর্যায়ে সকালে শ্রমিকরা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন। এ সময় ওই মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং ভোগান্তিতে পড়েন সাধারণ মানুষ। খবর পেয়ে থানা ও শিল্প পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এতে শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে ওঠেন। এক পর্যায়ে শ্রমিক ও পুলিশের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে পুলিশ বাধ্য হয়ে টিয়ারশেল নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এরপর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
গাজীপুর শিল্প পুলিশ-২ এর পুলিশ সুপার একেএম জহিরুল ইসলাম জানান, বেতন বাড়ানোসহ কয়েকটি দাবিতে শ্রমিকরা সকালে বিক্ষোভ শুরু করেন। এ সময় তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় প্রায় পৌনে এক ঘণ্টা মহাসড়ক অবরোধ ছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
আরএস/আরবি