মেহেরপুর: মেহেরপুরের গাংনী উপজেলার ওলিনগরে শুক্রবার বিকেলের মোটরসাইকেল দুর্ঘটনায় আহত মোস্তাকিমও মারা গেছেন।
চারদিন হাসপাতালে লাইফ সাপোর্টে থাকার পর মঙ্গলবার (২২ জুলাই) ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত মোস্তাকিম হোসেন ওলিনগর গ্রামের মকবুল হোসেনের ছেলে। তিনি ট্রাক্টর চালক ছিলেন। এক মাস আগে মটমুড়া গ্রামে বিয়ে করেছিলেন তিনি।
শুক্রবার (১৮ জুলাই) বিকেলে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়ক দিয়ে তেরাইল গ্রামের রকি ইসলামের মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন মোস্তাকিম। ওলিনগর গ্রামে পৌঁছুলে রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে কৃষক মন্টু মিয়াকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মন্টু মিয়ার মৃত্যু হয়।
আহত অবস্থায় রকি ও মোস্তাকিমকে কুষ্টিয়া হাসপাতালে নেওয়া হলে রকির মৃত্যু হয়। উন্নত চিকিৎসার জন্য মোস্তাকিমকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চার দিন লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।
মোস্তাকিমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানি ইসরাইল জানান, মরদেহ ময়নাতদন্ত ছাড়াই দাফনের জন্য পরিবার আবেদন করেছে। এ বিষয়ে আইনগত বিষয় সম্পন্ন করার প্রক্রিয়া চলছে।
এসএইচ