ঢাকা, রবিবার, ৫ শ্রাবণ ১৪৩২, ২০ জুলাই ২০২৫, ২৪ মহররম ১৪৪৭

সারাদেশ

শরীয়তপুরে বিএনপির সমাবেশস্থলের পাশে ককটেল বিস্ফোরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:০৪, জুলাই ২০, ২০২৫
শরীয়তপুরে বিএনপির সমাবেশস্থলের পাশে ককটেল বিস্ফোরণ শরীয়তপুরে বিএনপির সমাবেশস্থলের পাশে কয়েকটি ককটেল বিস্ফোরণ

শরীয়তপুরের নড়িয়ায় বিএনপির পূর্বঘোষিত সমাবেশস্থলের পাশে পরপর কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

রোববার (২০ জুলাই) সকালে নড়িয়া পৌরসভার মাদবর বাজার এলাকায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

স্থানীয় বিএনপি ও পুলিশ সূত্রে জানা যায়, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মহিউদ্দিন আহমেদ জিন্টুর নেতৃত্বে স্থানীয় নেতাকর্মীদের অংশগ্রহণে একটি সমাবেশের আয়োজন করা হয়। পূর্বঘোষিত এই সমাবেশটি দুপুরে মাদবর বাজারে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে সকালেই সমাবেশস্থলের পাশে দুই দফায় ককটেল বিস্ফোরণ ঘটায় দুর্বৃত্তরা।

বিস্ফোরণের পর পরই স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিস্ফোরিত ককটেলের কয়েকটি আলামত জব্দ করে। পাশাপাশি পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ বিষয়ে নড়িয়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলী হায়দার খান বলেন, আমাদের শান্তিপূর্ণ সমাবেশ বানচাল করতে পরিকল্পিতভাবে এ ঘটনা ঘটানো হয়েছে। আমরা দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।

এদিকে শরীয়তপুরের অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) ড. আশিক মাহমুদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকার নিরাপত্তার কথা বিবেচনায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।