নিজের অনুসারী এক যুবদল নেতার উচ্ছৃঙ্খলতার বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) চিঠি দিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কুমিল্লার নাঙ্গলকোট উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোবাশ্বের আলম ভূঁইয়া।
গত ২০ জুন দেওয়া এ চিঠির ছবি বুধবার (১৬ জুলাই) হঠাৎ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
ওসিকে দেওয়া অবহিতকরণ চিঠিতে মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, নাঙ্গলকোট পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক মহিন উদ্দিন আমার একজন একনিষ্ঠ কর্মী। বিগত সময় আন্দোলন সংগ্রামে সে সক্রিয়ভাবে অংশ নিয়েছে। কিন্তু গত ৫ আগস্টের পর তার কিছু অসাংগঠনিক ও বেপরোয়া আচরণ আমার দৃষ্টিগোচর হয়েছে। আমি তাকে সংশোধন করার চেষ্টা করেছি। কিন্তু সে কোনো কিছুর তোয়াক্কা করছে না। তাই তার এমন উচ্ছৃঙ্খলতার জন্য দল এবং আমি ছাড় দিচ্ছি না। বিষয়টি দল ও আপনাকে (ওসি) অবহিত করলাম।
এ বিষয়ে মোবাশ্বের আলম ভূঁইয়া বলেন, মহিন উদ্দিন যে ধরনের অপরাধ করেছে, তা অনেক বড় নয়। তারপরও এমন অপরাধের ঠাঁই দিতে আমরা রাজি নই। ও আমার নিবেদিত কর্মী ছিল। বিগত সময়ে মামলার শিকার হয়েছে। আমি তার পরিবারের সঙ্গে বসেও তাকে সঠিক পথে আনতে পারিনি। তাই বিষয়টি আমি দল ও থানাকে অবহিত করি।
অভিযুক্ত যুবদল নেতা মহিন উদ্দিনের মোবাইলে বেশ কয়েকবার ফোন করা হলেও তার সঙ্গে যোগাযোগ করা যায়নি।
নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে ফজলুল হক বলেন, অপরাধীর দলীয় পরিচয় মুখ্য নয়। কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে আমরা ব্যবস্থা নেবো ।
তিনি বলেন, মোবাশ্বের আলম ভূঁইয়া যে ব্যক্তির বিষয়ে চিঠি দিয়েছেন, ৫ আগস্টের পর তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি। তারপরও বিষয়টি আমরা অধিকতর তদন্ত করে দেখব।
এমইউএম