ঢাকা, বৃহস্পতিবার, ২ শ্রাবণ ১৪৩২, ১৭ জুলাই ২০২৫, ২১ মহররম ১৪৪৭

সারাদেশ

জুলাই হত্যাকাণ্ডের বিচার দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫০, জুলাই ১৭, ২০২৫
জুলাই হত্যাকাণ্ডের বিচার দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা: জুলাই হত্যাকাণ্ডের বিচারের দাবি এবং গত ১৭ বছর ধরে চলা নির্যাতন, নিপীড়ন ও জনগণের ভোটাধিকার হরণের প্রতিবাদে সাতক্ষীরায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে সাতক্ষীরা শহরের খুলনা রোড মোড়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়।

এতে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এসময় সমাবেশস্থল —‘আওয়ামী লীগের কালো হাত ভেঙে দাও, গুঁড়িয়ে দাও,’ ‘আমার সোনার বাংলায়, আওয়ামী লীগের ঠাঁই নাই’ প্রভৃতি স্লোগানে মুখর হয়ে ওঠে।

সমাবেশে সভাপতিত্ব করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক আরাফাত হুসাইন। সাবেক সদস্য সচিব সোহাইল মাহদিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, এনসিপির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ আখতারুজ্জামান, সাবেক কাউন্সিলর শফিকুল আলম বাবু, শিবিরনেতা আনিসুর রহমান, ছাত্র আন্দোলনের মুখপাত্র মোহিনী তাবাসসুম, আল ইমরান নাঈম বাবু, রাহাত রাজা, আলিফ, মাহফুজ, আনসার আলী, আব্দুল আজিজ, আবু হাসান প্রমুখ।

বক্তারা বলেন, আমরা ভিন্ন দল করলেও স্বৈরাচার ও ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ। গোপালগঞ্জে এনসিপির কর্মীদের উপর হামলা প্রমাণ করে, আওয়ামী লীগ একটি সন্ত্রাসী সংগঠন। গত ১৫ বছরে তারা খুন, গুম, দমন-পীড়ন চালিয়েছে— তার বিচার হবেই।

তারা আরও বলেন, প্রয়োজনে গোপালগঞ্জের নাম পরিবর্তনের দাবি উঠবে। আওয়ামী ফ্যাসিস্ট সন্ত্রাসীদের গ্রেফতার না করলে সারাদেশে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।  

 

এমআরএম

 

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।