গাজীপুর: প্রায় দুই ঘণ্টা পর ঢাকা-রাজশাহী রেললাইনে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে সোমবার (১৪ জুলাই) সকাল ৯টার দিকে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সোনাখালী রেলক্রসিংয়ে একটি ট্রাক বিকল হয়ে আটকে পড়ে।
পুলিশ, রেলওয়ে স্টেশন মাস্টার ও এলাকাবাসী জানায়, কালিয়াকৈর উপজেলার সোনাখালী এলাকায় রেলক্রসিংয়ে একটি ট্রাক বিকল হয়ে আটকে পড়ে। এতে ঢাকার সঙ্গে রাজশাহীর ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনার পর টাঙ্গাইলের মির্জাপুর স্টেশনে ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস, কালিয়াকৈরে নীলসাগর এক্সপ্রেস, মৌচাকে বুড়িমারি এক্সপ্রেস ও জয়দেবপুরে রেলওয়ে জংশন স্টেশনে একতা এক্সপ্রেস ট্রেন আটকা পড়ে। পরে রেকার দিয়ে ট্রাকটি রেলক্রসিং থেকে সরিয়ে নিলে বেলা ১১টার দিকে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নাদির উজ-জামান জানান, রেলক্রসিংয়ে একটি ট্রাক আটকে পড়ে। এতে ঢাকা-রাজশাহী রেললাইনের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনার পর বিভিন্ন স্টেশনে কয়েকটি ট্রেন আটকা পড়ে।
মৌচাক রেলওয়ে স্টেশন মাস্টার হারুন অর রশিদ জানান, সোনাখালী এলাকায় ১৮ নম্বর গেটে একটি মালবাহী ট্রাক বিকল হয়ে আটকা পড়ে। এ ঘটনার পর ৪ থেকে ৫টি ট্রেন বিভিন্ন স্টেশনে আটকে থাকে। পরে ট্রাকটি রেলক্রসিং থেকে সরিয়ে নিলে প্রায় দুই ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক হয়।
আরএস/আরবি