নীলফামারীর ডিমলা উপজেলার শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয়ে এবার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া চার শিক্ষার্থীর কেউই পাস করতে পারেনি।
পরপর দুই বছর পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে কেউ পাস না করায় অভিভাবকরা সন্তানদের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।
বৃহস্পতিবার (১০ জুলাই) দুপুরে দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে এ তথ্য জানা যায়।
প্রকাশিত ফলাফলে দেখা যায়, দিনাজপুর বোর্ডের অধীনে এবছর ১৩টি বিদ্যালয়ের কেউই পাস করেনি। এসব বিদ্যালয়ে মোট পরীক্ষার্থী ছিল ৯৮ জন। গত বছর এই বোর্ডে চারটি বিদ্যালয়ের কেউ পাস করেনি, সেসময় পরীক্ষার্থী ছিল ২৭ জন।
এই ১৩টি প্রতিষ্ঠানের মধ্যে নীলফামারীর ডিমলার শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয়ও রয়েছে। ২০২৪ সালে এই স্কুল থেকে প্রথমবারের মতো এসএসসি পরীক্ষায় অংশ নেয় দুজন শিক্ষার্থী, কেউই পাস করেনি। এবছর অংশ নেয় চারজন, তারাও পাস করতে পারেনি। ফলে প্রতিষ্ঠাটি টানা দুই বছর শূন্য পাসের তালিকায় রয়েছে।
জানা যায়, বিদ্যালয়টি ২০১১ সালের জানুয়ারিতে একাডেমিক স্বীকৃতি পেলেও ষষ্ঠ থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠদানের অনুমতি থাকা সত্ত্বেও শিক্ষার্থীর সঠিক সংখ্যা জানা যায়নি। বর্তমানে বিদ্যালয়টিতে প্রধান শিক্ষকসহ ১২ জন শিক্ষক ও তিনজন কর্মচারী রয়েছেন।
স্থানীয়রা অভিযোগ করে বলেন, বিদ্যালয়টি অধিকাংশ সময়ই বন্ধ থাকে। মাঝে মধ্যে দু-একজন শিক্ষক-কর্মচারী এলেও শিক্ষার্থীদের দেখা মেলে না। শিক্ষকরা অনেকেই অন্যান্য পেশায় ব্যস্ত থাকায় নিয়মিত ক্লাস নিতে পারেন না। তারা বাইরের শিক্ষার্থীদের মাধ্যমে পরীক্ষায় অংশ নিচ্ছেন।
স্থানীয় এক ব্যক্তি বলেন, ‘দুই বছর ধরে কেউ পাস না করায় ডিমলার নাম নষ্ট হচ্ছে। ’
এ বিষয়ে প্রধান শিক্ষক আকতার হাবিব সরকারের সঙ্গে যোগাযোগের জন্য তার মোবাইলফোন নম্বরে একাধিকবার কল করা হয়। কিন্তু তিনি কল রিসিভ করেননি। পরে আবার চেষ্টা করলে তার মোবাইলফোন বন্ধ পাওয়া যায়।
এসআরএস