ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

সারাদেশ

প্রায় ৮ মাস পর হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০৫, জুলাই ১১, ২০২৫
প্রায় ৮ মাস পর হিলি স্থলবন্দর দিয়ে কাঁচা মরিচ আমদানি শুরু হিলি স্থলবন্দর।

দেশের বাজারে কয়েক দফায় বেছেছে কাঁচা মরিচের দাম। বাজারে দাম নিয়ন্ত্রণে রাখতে প্রায় ৮ মাস বন্ধ থাকার পর আবারও হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কাঁচা মরিচ আমদানি শুরু হয়েছে।

প্রথম দিন দুটি ট্রাকে ৯ টন ৮৪৮ কেজি কাঁচা মরিচ আমদানি হয়েছে।  

বৃহস্পতিবার (১০ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে ভারত থেকে কাঁচা মরিচবোঝাই একটি মিনি ট্রাক বন্দরে প্রবেশের মধ্য দিয়ে আমদানি শুরু হয়। সবশেষ গত বছরের ১৪ নভেম্বর কাঁচা মরিচ আমদানি হয়েছিল এই বন্দর দিয়ে।  

ভারতের শিলিগুড়ি থেকে এনপি ট্রেড ইন্টারন্যাশনাল ও সততা বাণিজ্যালয় নামে দুটি আমদানিকারক প্রতিষ্ঠান এসব কাঁচা মরিচ আমদানি করছে। আমদানিকৃত প্রতি মেট্রিক টন কাঁচা মরিচ ৫০০ ডলারে শুল্কায়ন হবে।

কাঁচা মরিচ আমদানিকারক বাবলুর রহমান বলেন, সরবরাহ সংকট ও দেশের বাজারে কাঁচা মরিচের দাম বেড়ে যাওয়ায় আজ থেকে আমদানি শুরু হয়েছে। বেশি পরিমাণ আমদানি হলে দেশের বাজারে দ্রুত দাম কমে আসবে। প্রথম দিন বন্দরে তেমন ক্রেতা না থাকায় নিজ চালানে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে এসব কাঁচা মরিচ পাঠানো হয়েছে।  

এদিকে সরবরাহ সংকটের অজুহাতের কয়েকদিনের ব্যবধানে স্থানীয় বাজারে কাঁচা মরিচের দাম বেড়ে প্রতি কেজি বিক্রি হচ্ছে ১৫০ থেকে ১৬০ টাকা দরে। এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। আমদানি শুরুর ফলে দাম কমার আশা আমদানিকারকদের।

আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।