ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

সারাদেশ

পালিয়ে থাকা নেতারা রামপালে এসে ঘের দখলের রাজনীতি করছে: আকতার হোসেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪০, জুলাই ১২, ২০২৫
পালিয়ে থাকা নেতারা রামপালে এসে ঘের দখলের রাজনীতি করছে: আকতার হোসেন বক্তব্য দিচ্ছেন জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন।

বাগেরহাট: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, বাংলাদেশ থেকে হাসিনা পালিয়েছে কিন্তু তার সিস্টেম রয়ে গেছে। চাঁদার জন্য ঢাকায় একজনকে পাথর দিয়ে হত্যা করা হয়েছে।

রামপালে এখন ঘের দখল চলে। কোথাকার কোন পালিয়ে থাকা নেতারা ঘেরের দখল নিতে চায়।

শনিবার (১২ জুলাই) বাগেরহাটের রামপাল উপজেলার ফয়লা বাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির ১২তম দিনের পথসভায় তিনি এ কথা বলেন।

আখতার হোসেন বলেন, বাংলাদেশে যদি কেউ ঘের দখল, চাঁদাবাজি, ছিনতাই, কমিশনের রাজনীতি করতে চায়—তবে দেশের মানুষ যেভাবে হাসিনাকে বিদায় দিয়েছে, সেভাবেই তাদেরও বিদায় দেবে। রামপালে কয়লা বিদ্যুৎ প্রকল্পের নামে মানুষকে জলবায়ু সংকটে ফেলা হয়েছে। মোংলা বন্দরকে ঘিরে আন্তর্জাতিক ষড়যন্ত্রও চলছে।

তিনি আরও বলেন, ভবিষ্যতের বাংলাদেশে যেন আর কোনো গুম-খুন না হয়, সেজন্য সবক্ষেত্রে সংস্কার প্রয়োজন। কেউ কেউ মনে করে শুধু নির্বাচন হলেই চলবে, হাসিনাও তাই ভাবতো। প্রতিষ্ঠানসমূহে সংস্কার না হলে, পুলিশ নিরপেক্ষ না হলে, শুধু নির্বাচন দিয়ে গণতন্ত্র সম্ভব নয়। আগে সংস্কার, তারপর নির্বাচন।

পথসভায় আরও বক্তব্য দেন—দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, সিনিয়র মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী প্রমুখ।

সেসময় উপস্থিত ছিলেন—দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, সিনিয়র যুগ্ম সদস্য সচিব সামান্তা শারমিন, সিনিয়র যুগ্ম সচিব তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাহিদা সারওয়ার নিভা, যুগ্ম মুখ্য সংগঠক আব্দুল হান্নান মাসুদ, মোহাম্মদ আতাউল্লাহ, ড. মাহমুদা মিতু, কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সংগঠক মোল্যা রহমাতুল্লাহ, যুগ্ম আহ্বায়ক তাজনুভা জাবিন, বাগেরহাটের প্রধান সমন্বয়কারী সৈয়দ মোরশেদ আনোয়ার, যুগ্ম সমন্বয়কারী মো. শফিউল্লাহ ও আবিদ আহমেদ, জেলা সদস্য লাবীব আহমেদ, আল আমিন খান সুমন, অ্যাডভোকেট আল আমিন, অ্যাডভোকেট জান্নাতুল বাকি প্রমুখ।

সিনিয়র মুখ্য সমন্বয়ক নাসির উদ্দীন পাটোয়ারী বলেন, এসি রুমে বসে কেউ কেউ বলে দেশের মানুষ নাকি সংস্কার বোঝে না। আমরা তাদের হুঁশিয়ার করে দিতে চাই—রাজপথে লড়াই শুরু হয়ে গেছে। আমাদের নতুন খেলায় নামতে হবে। পুরোনো বন্দোবস্ত, চাঁদাবাজি, লুটপাটে যারা ফিরতে চায়, তাদের লাল কার্ড দেখাতে হবে।

আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।