ঢাকা, রবিবার, ২৯ আষাঢ় ১৪৩২, ১৩ জুলাই ২০২৫, ১৭ মহররম ১৪৪৭

সারাদেশ

নাতির লাশ দেখে দাদারও মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:২৫, জুলাই ১২, ২০২৫
নাতির লাশ দেখে দাদারও মৃত্যু ম্যাপ

নওগাঁর নিয়ামতপুরে পুকুরের পানিতে নাতি সাব্বির রহমানের (১৫) ভাসমান লাশ দেখে হৃদরোগে আক্রান্ত হয়ে দাদা আছির উদ্দিনের মৃত্যু হয়েছে।  

শনিবার (১২ জুলাই) সকাল ১০টার দিকে নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের নাকইল গ্রামে এ ঘটনা ঘটে।

একসঙ্গে নাতি ও দাদার মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান।

পরিবার ও থানা সূত্রে জানা যায়, শুক্রবার (১১ জুলাই) বিকেলে বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয় সাব্বির। পরিবারের সদস্যরা রাতভর খোঁজাখুঁজি করেও তার কোনো খোঁজ পাননি। শনিবার সকালে বাড়ির পাশের পুকুরের পানিতে নাতি সাব্বিরের ভাসমান লাশ দেখতে পান দাদা আছির উদ্দিন। ওই দৃশ্য দেখে তিনি চিৎকার করে ওঠেন এবং সঙ্গে সঙ্গেই অসুস্থ হয়ে পড়েন। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তাকে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয়।  

ওসি হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে সাব্বিরের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি একটি অপমৃত্যুর ঘটনা হিসেবে দেখা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলার প্রক্রিয়াধীন।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।