ফরিদপুর: বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, দলের পরিচয়ে কেউ জমি, নদী কিংবা বালুঘাট দখল করলে সেই দায় ব্যক্তি নিজেই বহন করবে—দল বা নেতারা তা ঘাড়ে নেবে না।
তিনি বলেছেন, অন্যায় যেই করুক, তাকে আইনের আওতায় আনতে প্রশাসনকে আমরা বাধা দেব না।
শুক্রবার (১১ জুলাই) বিকেল ৫টার দিকে ফরিদপুরের সালথা উপজেলার বিএনপি নেতা সমীর সাহার মায়ের মৃত্যুতে শোক জানাতে গিয়ে শামা ওবায়েদ এ কথা বলেন।
শামা ওবায়েদ বলেন, আপনারা (বিএনপি নেতাকর্মীরা) জনগণের পাশে থাকুন, তাদের সেবায় থাকুন। দখলবাজি, জমি দখল, বালুঘাট দখল—এসব থেকে দূরে থাকতে হবে। যারা এসব করেন, তারা কিন্তু দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন। এসব মটেও গ্রহণযোগ্য না।
তিনি বলেন, আমি প্রশাসনের সঙ্গে কথা বলেছি। সালথা ও নগরকান্দা উপজেলার প্রশাসনকে অনুরোধ করেছি, বিএনপির কোনো নেতাকর্মী যদি অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকেন, তাকে আইনের আওতায় আনতে হবে। সে আমার ঘনিষ্ঠ হলেও ছাড় দেওয়া হবে না। এখন আমরা সরকারে নেই, একটি অন্তর্বর্তী সরকার দেশ চালাচ্ছে। তাই আইনের শাসনের প্রতি আমাদের শ্রদ্ধা রাখতে হবে।
শামা ওবায়েদ আরও বলেন, দলের প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ছিল সুশাসন ও ন্যায়বিচার। সেই নীতি অনুসরণ করেই বিএনপি রাজনীতি করে। দেশনেত্রী খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও অন্যায়কে কখনও প্রশ্রয় দেন না।
এ সময় শোকসন্তপ্ত পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি উপস্থিত ছিলেন- সালথা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. সিদ্দিকুর রহমান, সাবেক সহ-সভাপতি শাহিন মাতুব্বর, সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, সালথা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, নগরকান্দা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সালথা উপজেলা স্বেচ্ছাসেবক দলের নেতা কামরুল ইসলাম, ফরিদপুর জেলা যুবদলের যুগ্ম সম্পাদক তৈয়বুর রহমান মাসুদসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।
এসআরএস