ঢাকা, বৃহস্পতিবার, ৭ কার্তিক ১৪৩২, ২৩ অক্টোবর ২০২৫, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৭

সারাদেশ

শ্যামনগরে সবুজ জ্বালানি ও প্রকৃতিনির্ভর টেকসই খাদ্য ব্যবস্থার দাবিতে জনসমাবেশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:০৯, অক্টোবর ২৩, ২০২৫
শ্যামনগরে সবুজ জ্বালানি ও প্রকৃতিনির্ভর টেকসই খাদ্য ব্যবস্থার দাবিতে জনসমাবেশ

সাতক্ষীরা: জীবাশ্ম জ্বালানিনির্ভর খাদ্যব্যবস্থা থেকে বেরিয়ে এসে সবুজ জ্বালানি ও প্রকৃতিনির্ভর টেকসই খাদ্য ব্যবস্থা গড়ে তোলার দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর)  উপজেলার আড়পাঙ্গাশিয়া প্রিয়নাথ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে ফাইট ইনাকোয়িলিটি অ্যালায়েন্স-এর সহযোগিতায় গবেষণা প্রতিষ্ঠান বারসিক ও সুন্দরবন ইয়ুথ সলিডারিটি টিম (এসএসটি) এই জনসমাবেশের আয়োজন করে।

এতে স্থানীয় শিক্ষক-শিক্ষার্থী, যুব, কৃষক-কৃষাণী, সবুজ সংহতির সদস্য ও পরিবেশ কর্মীরা অংশ নিয়ে ইংরেজি অক্ষরে ‘৯৯’ আকৃতি তৈরি করেন, যা বৈশ্বিক বার্তা ‘৯৯%’ এর সঙ্গে সংহতি প্রকাশ পূর্বক বৈষম্যের বিরুদ্ধে সবার অবস্থান প্রকাশ করে।

এসময় বক্তারা বলেন, বর্তমান খাদ্যব্যবস্থা জীবাশ্ম জ্বালানিনির্ভর হয়ে পড়েছে, যা কৃষির ভারসাম্য নষ্ট করছে ও জলবায়ু পরিবর্তনকে ত্বরান্বিত করছে। এখনই সময় সবুজ জ্বালানি নির্ভর খাদ্য উৎপাদনের দিকে রূপান্তর ঘটানোর। একটি ন্যায্য ও পরিবেশবান্ধব খাদ্যব্যবস্থা গড়ে তুলতে হলে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে স্থানীয় জ্ঞান, সূর্যের শক্তি, বাতাস ও মৃত্তিকা সম্পদকে কাজে লাগাতে হবে।

সমাবেশে বারসিক এর আঞ্চলিক সমন্বয়কারী রামকৃষ্ণ জোয়ারদার এর সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষক দেবাশীষ জোয়ারদার, যুব সংগঠক ওসমান গণী প্রমুখ।

এসময় অংশগ্রহণকারীরা ‘তেল দিয়ে নয়, সূর্য দিয়ে খাদ্য উৎপাদন করুন’, ‘খাদ্য সার্বভৌমত্ব, জীবাশ্ম নির্ভরতা নয়’, ‘খাদ্য ব্যবস্থা বদলাও, পৃথিবী বাঁচাও’ প্রভৃতি স্লোগানে সম্বলিত প্লাকার্ড প্রদর্শন করে।

 

এমআরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

সারাদেশ এর সর্বশেষ