যশোর: চুরি হয়ে গেছে যশোরের শিয়া সম্প্রদায়ের ইমামবাড়ায় সংরক্ষিত প্রায় ১৫০ বছরের পুরোনো মূল্যবান কিছু সামগ্রী।
রোববার (৬ জুলাই) পবিত্র আশুরার রাতে শহরের মুড়লি এলাকায় অবস্থিত ওই ভবনের ভেতর থেকে চুরি হয়েছে প্রায় ১৫০ বছরের পুরোনো দুটি রুপার পাঞ্জা (হাতের পাঞ্জার আকৃতি), একটি এক হাজার ওয়াটের এমপ্লিফায়ার, দুটি স্পিকার, দুটি বড় স্ট্যান্ড ফ্যান, ১০টি চেয়ার এবং ১০টি এসএস পাঞ্জা।
বিষয়টি সোমবার (০৭ জুলাই) দেখতে পান ইমামবাড়া কার্যকরী সমন্বয় পরিষদের সদস্যরা।
সমন্বয় পরিষদের সম্পাদক সিরাজুল ইসলাম জানান, পবিত্র আশুরা উপলক্ষে রোববার (০৬ জুলাই) দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হয়েছে। শোক র্যালি ও ধর্মীয় অনুষ্ঠান শেষ করে রাত সাড়ে ৯টার দিকে তারা ইমামবাড়া ত্যাগ করেন।
সোমবার (০৭ জুলাই) তারা সেখানে গেলে প্রধান গেটের তালা ভাঙা দেখতে পান। দ্রুত তারা ভেতরে যেয়ে দেখেন চোরেরা বিভিন্ন মালামাল নিয়ে গেছে। যার মধ্যে প্রায় ১৫০ বছরের পুরনো দুটি রূপার পাঞ্জা রয়েছে।
সিরাজুল ইসলাম আরও জানান, চুরির ব্যাপারে সোমবার কোতোয়ালি থানায় একটি মামলা করা হয়েছে। তবে এখনো কাউকে ধরতে পারেনি পুলিশ। উদ্ধার করা সম্ভব হয়নি মালপত্রও।
ইমামবাড়া কার্যকরী সমন্বয় পরিষদের সদস্যরা জানান, এ এলাকায় মাদকাসক্ত একটি কিশোর গ্যাং সক্রিয়। তাদের বিষয়ে গত ৬ এপ্রিল থানায় একটি লিখিত অভিযোগও করা হয়েছিল। তবে, সে বিষয়ে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। পুলিশ বিষয়টি নিয়ে সঠিক তদন্ত করে চুরির সঙ্গে জড়িতদের খুঁজে বের করুক।
যশোর শহরের মুড়লির একটি দর্শনীয় স্থান ইমামবাড়া। যা মুড়লি ইমামবাড়া নামেও পরিচিত। ১৮০২ সালে দানবীর হাজী মুহাম্মদ মহসিনের বোন মন্নুজান এটি নির্মাণ করেছিলেন। এটি বাংলাদেশের পুরাকীর্তির অংশ হিসেবে দ্যুতি ছড়াচ্ছে। এটি একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক, ধর্মীয় স্থান হিসেবেও পরিচিত।
মুড়লি ইমামবাড়া ১৯৮৭ সালের ১৯ মার্চ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের তালিকাভুক্ত প্রত্নসম্পদ হিসেবে ঘোষিত হয়। এটি শিয়া সম্প্রদায়ের উপাসনালয় হিসেবে ব্যবহৃত হয়ে আসছে।
এসআই