হবিগঞ্জের নবীগঞ্জে ১৪৪ ধারা ভেঙে সংঘর্ষের ঘটনায় ফারুক মিয়া (৪৫) নামে আহত একজন মারা গেছেন।
সোমবার (৭ জুলাই) সন্ধ্যায় সিলেট নেওয়ার পথে তার মৃত্যু হয় বলে রাতে নিশ্চিত করেছেন ইউএনও রুহুল আমীন।
এর আগে সোমবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত নবীগঞ্জের আনমনু, পূর্ব ও পশ্চিম তিমিরপুর এবং চরগাঁও গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে ৫০টির বেশি দোকান, গাড়ি ও একটি বেসরকারি হাসপাতাল ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
বিকেল ৪টার দিকে ইউএনও ১৪৪ ধারা জারি করলেও পৌর এলাকার গাজীরটেক, মৎস্যজীবী পাড়া, চরগাঁও ও পশ্চিমবাজার এলাকায় সংঘর্ষ ছড়িয়ে পড়ে।
স্থানীয়দের দাবি, পুরোনো বিরোধের জেরে সংঘর্ষ শুরু হয়। দুপক্ষের মধ্যে সংঘর্ষে ইটপাটকেল ও দেশীয় অস্ত্রে বাজার রণক্ষেত্রে পরিণত হয়। আগুনে পুড়ে যায় দোকান ও যানবাহন। ব্যবসায়ীদের দাবি, ক্ষতির পরিমাণ কয়েক কোটি টাকা।
সন্ধ্যায় সেনাবাহিনী ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। স্থানীয়ভাবে পরিস্থিতি শান্ত করতে রাজনৈতিক নেতারা উদ্যোগ নেন। ওসি কামরুজ্জামান জানান, এলাকায় এখন শান্ত অবস্থা বিরাজ করছে, তবে টহল চলছে।
** নবীগঞ্জে ১৪৪ ধারা ভেঙে সংঘর্ষ, ভাঙচুর-লুটপাট
আরএ