ঢাকা, বুধবার, ২৪ আষাঢ় ১৪৩২, ০৯ জুলাই ২০২৫, ১৩ মহররম ১৪৪৭

সারাদেশ

বড়পুকুরিয়ায় ডেটোনেটর বিস্ফোরণে শিশুর কবজি বিচ্ছিন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০৩, জুলাই ৮, ২০২৫
বড়পুকুরিয়ায় ডেটোনেটর বিস্ফোরণে শিশুর কবজি বিচ্ছিন্ন ডেটোনেটর। সংগৃহীত ছবি

নীলফামারী: দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি-সংলগ্ন এলাকায় পরিত্যক্ত ডেটোনেটর (এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণে ইলিয়াস (১০) নামে এক শিশুর ডান হাতের কবজি উড়ে গেছে।

মঙ্গলবার (৮ জুলাই) দুপুর ১২টার দিকে পার্বতীপুর উপজেলার চৌহাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

 

আহত ইলিয়াস ওই গ্রামের আশরাফুল ইসলামের ছেলে। সে স্থানীয় একটি মাদরাসার নাজরা শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে কয়লাখনি এলাকার ডাম্পিং পয়েন্ট থেকে একটি ধাতব বস্তু কুড়িয়ে পায় ইলিয়াস। কৌতূহলবশত সেটি নিয়ে বাড়ি ফিরে মোবাইলের নষ্ট ব্যাটারির সঙ্গে সংযুক্ত করার চেষ্টা করলে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে তার ডান হাতের কবজি বিচ্ছিন্ন হয়ে পড়ে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে।

পরিবারের সদস্যরা রক্তাক্ত অবস্থায় তাকে তাৎক্ষণিক ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। বর্তমানে সে সেখানে চিকিৎসাধীন।

বড়পুকুরিয়া কয়লাখনির মহাব্যবস্থাপক (মাইন অপারেশন) খান মো. জাফর সাদিক জানান, খনির ভূগর্ভে কয়লা উত্তোলনের জন্য বিস্ফোরণ কাজে ডেটোনেটর ব্যবহৃত হয়। এগুলো অত্যন্ত স্পর্শকাতর এবং অকেজো না তাজা তা সাধারণ মানুষ বুঝতে পারেন না। খনির বাইরে পাওয়া এসব ডেটোনেটরে সাধারণত কোনো সংযোগ থাকে না। ধারণা করা হচ্ছে, ডাম্পিং পয়েন্ট থেকে ধাতব বস্তু হিসেবে এগুলো কোনোভাবে সংগ্রহ করেছেন স্থানীয়রা। তবে এর আগে এ বিষয়ে কেউ কর্তৃপক্ষকে অবহিত করেনি।

তিনি আরও জানান, ঘটনার পর ডেটোনেটর বিস্ফোরণের কারণ অনুসন্ধানে চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আহত শিশুর বিষয়ে তিনি বলেন, প্রথমে তার চিকিৎসা নিশ্চিত করা জরুরি। এরপর খনি কর্তৃপক্ষ সর্বোচ্চ সহযোগিতা করবে এবং তার পাশে থাকবে।

এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।