ঢাকা, সোমবার, ২৩ আষাঢ় ১৪৩২, ০৭ জুলাই ২০২৫, ১১ মহররম ১৪৪৭

সারাদেশ

ধনবাড়ীতে বাসের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৯, জুলাই ৭, ২০২৫
ধনবাড়ীতে বাসের ধাক্কায় অটোরিকশার তিন যাত্রী নিহত দুর্ঘটনাকবলিত অটোরিকশা

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় বাসের ধাক্কায় দুই নারী ও এক শিশু নিহত হয়েছেন। এরা সবাই সিএনজি চালিত অটোরিকশার যাত্রী।

সোমবার (৭ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার বাঘিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শহীদুল্লাহ জানান, দুপুরে ঢাকা থেকে যাত্রীবাহী একটি জামালপুর যাচ্ছিল। পথে উপজেলার বাঘিল এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে ধাক্কা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই অটোরিকশার যাত্রী দুই নারী ও এক শিশু মারা যান। এসময় আরও দুইজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।