বগুড়া শহরের রহমান নগর এলাকা থেকে অসুস্থ একটি ভুবন চিল উদ্ধার করেছে শিক্ষার্থীদের পরিবেশবাদী সংগঠন ‘টিম ফর এনার্জি অ্যান্ড এনভায়রনমেন্টাল রিসার্চ (তীর)’।
বুধবার (২১ মে) সকালে চিলটি উদ্ধার করা হয়।
তীরের সভাপতি আশা মনি বলেন, উদ্ধারের সময় দেখা যায় ভুবন চিলটি অসুস্থ। বন বিভাগের পরামর্শ অনুযায়ী প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। ভুবন চিল আমাদের দেশীয় শিকারি পাখি। আবাস ও খাদ্য সংকটে এরা বিপন্ন হয়ে পড়ছে। সংরক্ষণে আমাদের সক্রিয় হওয়া জরুরি।
২০১১ সাল থেকে ‘তীর’ জীববৈচিত্র্য, পরিবেশ ও বন্যপ্রাণী সংরক্ষণে কাজ করছে। সংগঠনটি দেশের সর্বোচ্চ জাতীয় বন্যপ্রাণী সংরক্ষণ পদক পেয়েছে।
এসআরএস