ঢাকা, মঙ্গলবার, ৩০ বৈশাখ ১৪৩২, ১৩ মে ২০২৫, ১৫ জিলকদ ১৪৪৬

সারাদেশ

মৌলভীবাজারে ‘পুশ ইন’ বিষয়ে ৪৬ বিজিবি’র মতবিনিময় 

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯:৩৩, মে ১৩, ২০২৫
মৌলভীবাজারে ‘পুশ ইন’ বিষয়ে ৪৬ বিজিবি’র মতবিনিময় 

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাম্প্রতিক সীমান্ত পরিস্থিতি নিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন ৪৬ বিজিবির অধিনায়ক।

সোমবার (১২ মে) বিকেলে শ্রীমঙ্গলের বিজিবি সেক্টর মিলনায়তনে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন ৪৬ বিজিবির উপ-অধিনায়ক মেজর সৈয়দ ইশতিয়াক মোর্শেদ, সহকারী পরিচালক মো. জামাল হোসেনসহ বিজিবির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

৪৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এএসএম জাকারিয়া বিভিন্ন গণমাধ্যমকর্মীদের জানান, সীমান্তে পুশ ইন (জোরপূর্বক অনুপ্রবেশ) ও চোরাচালান রোধসহ বিভিন্ন বিষয়ে গণমাধ্যমের সহযোগিতা প্রয়োজন।

তিনি বলেন, পুশ ইন ঠেকাতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এখন পর্যন্ত ৪৬ ও ৫২ বিজিবি সেক্টরের আওতাধীন এলাকায় মোট ৬৯ জনকে পুশ ইনের ঘটনা ঘটেছে। এসব ঘটনা রোধে সীমান্তে টহল জোরদার করা হয়েছে এবং গোয়েন্দা নজরদারিও বাড়ানো হয়েছে।
 
বিবিবি/আরএ                                  

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।