ঢাকা, শনিবার, ৪ শ্রাবণ ১৪৩২, ১৯ জুলাই ২০২৫, ২৩ মহররম ১৪৪৭

রাজনীতি

বাঘাইছড়িতে জেএসএস কর্মীকে গুলি করে হত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৫, জুন ১৭, ২০১৮
বাঘাইছড়িতে জেএসএস কর্মীকে গুলি করে হত্যা

রাঙামাটি: রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় সুরেন বিকাশ চাকমা (৪৫) নামে জেএসএস সংস্কারের এক কর্মীকে গুলি করে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। 

রোববার (১৭ জুন)  রাত ৮টার দিকে এ হত্যার টনা ঘটে। সুরেন উপজেলার রূপকারী ইউনিয়নের দোখাইয়া এলাকার ভাইয়া চাকমার ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) সশস্ত্র গ্রুপের একদল সদস্য দোখাইয়া এলাকায় সুরেনের বাসায় গিয়ে অতর্কিত হামলা চালিয়ে তাকে গুলি করে। এতে ঘটসাস্থলেই তার মৃত্যু হয়।  

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমির হোসেন বাংলানিউজকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাচ্ছি। বিস্তারিত পরে জানানো হবে।

বাংলাদেশ সময়: ২১১৫ ঘণ্টা, জুন ১৭, ২০১৮
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।