খুলনা: ঢাকায় অনুষ্ঠিতব্য জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সমাবেশে খুলনা থেকে প্রায় ১৫ হাজার নেতাকর্মী অংশ নিচ্ছেন বলে দলটির পক্ষ থেকে জানানো হয়েছে। প্রায় ৩ শতাধিক বাস ও ট্রেনের একটি বগি ভর্তি করে নেতাকমীরা ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে এ সমাবেশ। এ উপলক্ষে সারাদেশের মতো খুলনায়ও জামায়াত ও শিবিরের নেতাকর্মীদের মাঝে ব্যাপক সাড়া পড়েছে।
জামায়াতের খুলনা মহানগর সেক্রেটারি অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন হেলাল শনিবার (১৯ জুলাই) সকালে বাংলানিউজকে বলেন, জামায়াতের ঐতিহাসিক মহাসমাবেশে যোগ দিতে মহানগর থেকে প্রায় ১ শতাধিক ও জেলার বিভিন্ন উপজেলা থেকে ২ শতাধিক বাসে করে নেতাকর্মীরা ঢাকায় ছুটেছেন। ইতোমধ্যে বেশিরভাগ গাড়ি ঢাকায় পৌঁছেছে। কেউ কেউ ট্রেন যোগেও ঢাকায় পৌঁছেছেন।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর দৌলতপুর থানার আমীর মুশাররফ আনসারী বাংলানিউজকে বলেন, আলহামদুলিল্লাহ-দৌলতপুর থানার সহস্রাধিক কর্মী নিয়ে জাতীয় সমাবেশে পৌঁছেছি।
এমআরএম