ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

রাজনীতি

জঙ্গিতত্ত্ব সরকারের আবিষ্কার

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৭, সেপ্টেম্বর ২৮, ২০১৫
জঙ্গিতত্ত্ব সরকারের আবিষ্কার শফিউল আলম প্রধান

ঢাকা: দেশে জঙ্গিতত্ত্ব সরকারেরই আবিষ্কার বলে মন্তব্য করেছেন ২০ দলীয় জোট নেতা ও জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি শফিউল আলম প্রধান।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন।



শফিউল আলম প্রধান অস্ট্রেলিয়া সরকার ও ক্রিকেট দলের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, বাংলাদেশ অতিথি পরায়ন জাতি। আপনাদের বরণ করে নিতে সমগ্র জাতি প্রস্তুত।

তিনি বলেন, দেশে জঙ্গিতত্ত্ব সরকারের আবিষ্কার। বাংলাদেশের জনগণ কখনোই উগ্রপন্থাকে সমর্থন করেনি। করবে না।

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।