ঢাকা, শনিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০২ আগস্ট ২০২৫, ০৭ সফর ১৪৪৭

রাজনীতি

লন্ডনে বাসে চলাচল করেন তারেক রহমান

স্টাফ করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:৫২, আগস্ট ২, ২০২৫
লন্ডনে বাসে চলাচল করেন তারেক রহমান

লন্ডনের কিংস্টনে সাধারণ যাত্রীদের মতোই বাসে চলাচল করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় এ দৃশ্য দেখা যায়।

তার বাসে চলাচলের কয়েকটি ছবি সামনে এসেছে।

বিএনপির মিডিয়া সেল জানায়, যুক্তরাজ্যে বসবাসরত তারেক রহমান কখনোই কোনো ভিআইপি সুবিধা নেন না।  সাধারণ মানুষের মতোই লোকাল বাসে যাতায়াত করেন তিনি।  এটি তার বিনয়ী মনোভাব, সাধারণ জীবনযাপন এবং জনগণের সঙ্গে আত্মিক সংযোগের প্রতিফলন বলেও মন্তব্য করা হয়।

২০০৭ সাল থেকে যুক্তরাজ্যে অবস্থান করছেন তারেক রহমান। ২০১৮ সালের ৮ ফেব্রুয়ারি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে কারাগারে নেওয়ার পর তিনি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব নেন।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর তারেক রহমান প্রায় সব মামলায় অব্যাহতি পান।

আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।