ঢাকা, শনিবার, ২৫ আশ্বিন ১৪৩২, ১১ অক্টোবর ২০২৫, ১৮ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

সংসদ নির্বাচনের আগেই গণভোট হতে হবে: মামুনুল হক

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৯, অক্টোবর ১০, ২০২৫
সংসদ নির্বাচনের আগেই গণভোট হতে হবে: মামুনুল হক মামুনুল হকের ফাইল ছবি

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, জাতীয় সংসদ নির্বাচনের আগেই গণভোটের মাধ্যমে ‘জুলাই সনদ’-এর আইনি ভিত্তি নিশ্চিত করতে হবে।

তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, রাষ্ট্রপতির আদেশ ও গণভোটের মাধ্যমে জুলাই সনদের বাস্তবায়ন ছাড়া কোনো নির্বাচন হলে তা প্রতিহত করা হবে।

শুক্রবার (১০ অক্টোবর) বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ‘জুলাই সনদ’ ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে তিনি এসব কথা বলেন।

মাওলানা মামুনুল হক বলেন, জুলাই অভ্যুত্থানের মাধ্যমে দেশের জনগণ ফ্যাসিবাদের পতন ঘটিয়েছে। এখন সেই অভ্যুত্থানের মূল চেতনা ‘জুলাই সনদ’ বাস্তবায়ন না করে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদের সম্পূর্ণ মূলোৎপাটন না হওয়া পর্যন্ত সংগ্রাম চলবে।

রাজনৈতিক দলগুলোর প্রতি তাদের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়ে মামুনুল হক বলেন, যারা ’২৪-এর জুলাই অভ্যুত্থানের বিরোধী, তারা ’৭২-এর বাকশালী সংবিধানের পক্ষ অবলম্বনকারী হিসেবেই বিবেচিত হবে।

এর আগে জুমার নামাজের পর বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে বাংলাদেশ খেলাফত মজলিসের উদ্যোগে একটি বিশাল গণমিছিল বের হয়, যা রাজধানীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

টিএ/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ