জুলাই সনদের ভিত্তিতে নির্বাচন, পিআরসহ পাঁচ দফা দাবি আদায়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গণমিছিল আজ।
শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীতে পৃথকভাবে এই কর্মসূচি পালন করবে দলগুলো।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) এক বিবৃতিতে জামায়াতে ইসলামী জানায়, শুক্রবার দুপুরে রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের দক্ষিণ গেটে ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের যৌথ উদ্যোগে গণমিছিল অনুষ্ঠিত হবে। এতে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে গণমিছিলে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেবেন।
ইসলামী আন্দোলন জানায়, শুক্রবার বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেটে গণমিছিল করবে দলটির মহানগর উত্তর ও দক্ষিণ।
পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে- জুলাই সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে নির্বাচন; সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু; অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের লক্ষ্যে সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড; ফ্যাসিস্ট সরকারের সব জুলুম-নির্যাতন, গণহত্যা ও দুর্নীতির বিচার দৃশ্যমান করা এবং স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।
টিএ/আরবি