ঢাকা, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

রাজনীতি

রাষ্ট্র মেরামত করতে চায় জাতীয় পার্টি: শামীম হায়দার পাটোয়ারী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৫১, আগস্ট ২, ২০২৫
রাষ্ট্র মেরামত করতে চায় জাতীয় পার্টি: শামীম হায়দার পাটোয়ারী

জাতীয় পার্টি রাষ্ট্র মেরামত করতে চায় বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী। সব বাধা অতিক্রম করে জাতীয় পার্টি এগিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার (০২ আগস্ট) কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন।

শামীম হায়দার পাটোয়ারী বলেন, জাতীয় পার্টি চেয়ারম্যান জিএম কাদেরের নেতৃত্বে আমরা নতুন উদ্যমে হুসেইন মুহম্মদ এরশাদের নতুন বাংলাদেশ গড়ে তুলবো। সব বাধা অতিক্রম করে জাতীয় পার্টি এগিয়ে যাবে। ২০১৪ সালে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দাবিতে আমরা নির্বাচন বর্জন করেছিলাম। আমাদের পার্টি চেয়ারম্যান জিএম কাদের এর নেতৃত্বে ২৭০ জন প্রার্থী নির্বাচন থেকে প্রার্থিতা প্রত্যাহার করেছিল। আমাদের পার্টি চেয়ারম্যান কাদেরও ২০১৪ সালের নির্বাচন বর্জন করেছিলেন।

তিনি বলেন, এখনো আমরা অন্তর্ভুক্তিমূলক নির্বাচন চাই, যাতে দেশ ও গণতন্ত্র বাঁচতে পারে। জনগণের আকাঙ্ক্ষা পূরণের রাজনীতি করতে যদি জেলে যেতে হয় আমরা জেলে যাব। আমাদের আঘাত করলেও আমরা পিছপা হবো না।  

অন্তর্বর্তী সরকারের সমালোচনা করে জাতীয় পার্টির মহাসচিব বলেন, দেশে একটি গৃহযুদ্ধের পরিস্থিতি সৃষ্টি করেছে এই সরকার। আমাদের সংগ্রাম অন্তর্ভুক্তিমূলক রাজনীতি ও নির্বাচনের সংগ্রাম।  

তিনি বলেন, গতকাল বগুড়ায় আমাদের অফিসে হামলা হয়েছে। যেসব স্থানে আমাদের অফিসে হামলা এবং নেতাকর্মীদের নির্যাতন করা হয়েছে আমরা এর বিরুদ্ধে মামলা করেছিলাম। আমাদের দায়ের করা মামলাগুলো প্রত্যাহার করা হচ্ছে, আমরা এর তীব্র প্রতিবাদ জানাই। তাদের অফিসগুলোতে যেভাবে আগুন দেওয়া হয়েছে তাতে প্রমাণ হয়, দেশে কোনো সরকার নেই। রাষ্ট্রে চিড় ধরেছে তারা (জাতীয় পার্টি) এই রাষ্ট্র মেরামত করতে চাই।

অন্তর্বর্তী সরকার জাতিকে বিভক্ত করছে অভিযোগ করে শামীম হায়দার পাটোয়ারী বলেন, ভেবেছিলাম এই সরকারের আমলে মানুষ চাকরি পাবে, দেখছি বেকারের সংখ্যা বেড়েছে। আমরা চেয়েছিলাম এই সরকার জাতিকে ঐক্যবদ্ধ করবে কিন্তু, আমরা দেখছি এই সরকার জাতিকে বিভক্ত করেছে।  

গ্রেফতারকৃত নেতাদের মুক্তি, জাতীয় পার্টির চেয়ারম্যান সহ নেতৃবৃন্দের নামে মামলা প্রত্যাহার, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি ও মব ভায়োলেন্স বন্ধের দাবিতে পূর্ব নির্ধারিত সমাবেশে আসা নেতাকর্মীদের দুপুর থেকে পুলিশ বাধার মুখে পড়ে বলেও অভিযোগ করেন শামীম হায়দার পাটোয়ারী।  

সমাবেশে আরও বক্তব্য রাখেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেরীফা কাদের, মীর আব্দুস সবুর আসুদ, হাজী সাইফুদ্দিন আহমেদ মিলন, মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, আলমগীর সিকদার লোটন, মহসিন ইসলাম হাবুল, যুগ্ম মহাসচিব সামছুল হক। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নুরুন নাহার বেগম, সিনিয়র ভাইস চেয়ারম্যান গোলাম মোহাম্মদ রাজু, ভাইস চেয়ারম্যান সুলতান আহমেদ সেলিম, আহাদ ইউ চৌধুরী শাহীন, মো. হেলাল উদ্দিন।  

এসএমএকে/এমইউএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।