ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

রাজনীতি

বোয়ালমারীতে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪২, সেপ্টেম্বর ২৮, ২০১৫
বোয়ালমারীতে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারীতে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭০তম জন্মদিন উদযাপন করা হয়েছে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বোয়ালমারী উপজেলা ও পৌর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।



বোয়ালমারীর থানা রোডের দলীয় কার্যালয়ে জন্মদিনের কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য আব্দুর রহমান।

এ সময় অন্যদের মধ্যে উপজেলা আওয়ামী লীগ সভাপতি এমএম মোশাররফ হোসেন, সহ-সভাপতি আসাদুজ্জামান মিন্টু, সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল, পৌর আওয়ামী লীগ সভাপতি আলীম মোল্যা, সাধারণ সম্পাদক নুরুজ্জামান খসরু, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের উপ দফতর সম্পাদক এমএ আজিজ, সদস্য আমিনুর রহমান সোহেল, তানভীর আক্তার শিপার, ইদ্রিস আলী, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি তবিবুর রহমান মিন্টু ও সাধারণ সম্পাদক এসএম বাকের ইদ্রিস প্রমুখ উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৫৪২ ঘণ্টা, সেপ্টেম্বর ২৮, ২০১৫
এআর/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।