ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

রাজনীতি

শহীদ ময়েজ উদ্দিনের মৃত্যুবার্ষিকী পালিত

ডিস্ট্রিক্ট করেপসন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১৫, সেপ্টেম্বর ২৭, ২০১৫
শহীদ ময়েজ উদ্দিনের মৃত্যুবার্ষিকী পালিত শহীদ ময়েজ উদ্দিন

গাজীপুর: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর, সাবেক সংসদ সদস্য শহীদ ময়েজ উদ্দিনের ৩১তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

রোববার (২৭ সেপ্টেম্বর) সকালে ঢাকার বনানী কবরস্থানে পুষ্পার্ঘ্য অর্পণ ও বিকেলে গাজীপুরের কালিগঞ্জ উপজেলায় মিলাদ মহাফিল ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মৃত্যুবার্ষিকী পালিত হয়।

কালিগঞ্জে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত হয় মিলাদ ও আলোচনা সভা।

শহীদ ময়েজ উদ্দিন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকির বাবা। তিনি ১৯৩০ সালের ১৭ মার্চ গাজীপুরের কালিগঞ্জ উপজেলার বড়হরা গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম মো. ছুরত আলী, মার নাম শহরবানু।

ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলা পরিচালনা কমিটির আহ্বায়ক ও ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ছিলেন তিনি।

স্বৈরাচারবিরোধী আন্দোলনে ১৯৮৪ সালের ২৭ সেপ্টেম্বর সন্ত্রাসী হামলায় নিহত হন এই বিশিষ্ট আওয়ামী লীগ নেতা।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।