ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

রাজনীতি

বগুড়ায় ছাত্রফ্রন্টের মানববন্ধন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৮, সেপ্টেম্বর ২৭, ২০১৫
বগুড়ায় ছাত্রফ্রন্টের মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষা বাতিল এবং প্রশ্নপত্র ফাঁসের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি জানিয়ে বগুড়ায় মানববন্ধন ‍করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট।  

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে শহরের সাতমাথা এলাকায় এ কর্মসূচি পালিত হয়।



জেলা ছাত্রফ্রন্টের সভাপতি কিবরিয়া হোসেনর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- সংগঠনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইমরান হাবিব রুমন, জেলার সাধারণ সম্পাদক শ্যামল বর্মন প্রমুখ।

বক্তারা বলেন, মেডিকেল ও ডেন্টালে ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা গোটা দেশে আন্দোলন করছে। সেদিকে সরকারের কোনো কর্ণপাত নেই।

বরং কর্তৃপক্ষ ফাঁস হওয়া প্রশ্নে অনুষ্ঠিত পরীক্ষার ফলাফল প্রকাশ করেছে। যা চিকিৎসা সেবাকে ধ্বংস করবে বলে বক্তারা মনে করেন।

অবিলম্বে ফাঁস হওয়া প্রশ্নে অনুষ্ঠিত পরীক্ষা বাতিল ও ঘটনার সঙ্গে জড়িতদের শাস্তি এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলা-মামলা বন্ধের দাবি জানানো হয় মানবন্ধনে।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
এমবিএইচ/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।