ঢাকা, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

রাজনীতি

চরফ্যাশন ছাত্রদলের সভাপতি রাজ্জাক হত্যায় বিএনপির নিন্দা

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:২১, সেপ্টেম্বর ২৭, ২০১৫
চরফ্যাশন ছাত্রদলের সভাপতি রাজ্জাক হত্যায় বিএনপির নিন্দা

ঢাকা: ভোলার চরফ্যাশন উপজেলা ছাত্রদলের সভাপতি মো. আবদুর রাজ্জাককে নৃশংসভাবে হত্যার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি।

রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে দলের মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন এক বিবৃতিতে এ নিন্দা জানান।



দেশের চলমান রাজনৈতিক, সামাজিক ও আইনশৃঙ্খলা পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে রিপন বলেন, পবিত্র ঈদুল আজহার দিনও সরকারের দলীয় পেটুয়া বাহিনী বিএনপির নেতাকর্মীদের হত্যা, নির্যাতন থেকে বিরত না থেকে মানুষ হত্যা করে ঈদ উদযাপন করেছে। এছাড়া বিরোধী নেতাকর্মীদের অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার নির্যাতন নিত্যদিনের রুটিন ওয়ার্কে পরিণত করেছে।

আবদুর রাজ্জাকের হত্যাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন রিপন। সেই সঙ্গে তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনাও জানান।

বাংলাদেশ সময়: ১৫২১ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।