ঢাকা, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

রাজনীতি

হাজীগঞ্জে বিএনপির সমাবেশে ১৪৪ ধারা

ডিস্টিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১:১৭, সেপ্টেম্বর ২৭, ২০১৫
হাজীগঞ্জে বিএনপির সমাবেশে ১৪৪ ধারা

চাঁদপুর: চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে রোববার সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে।



শনিবার সন্ধ্যায় এ আদেশ জারি করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মো. মুর্শিদুল ইসলাম।

একই স্থানে বিএনপির দুই অংশের সমাবেশ ডাকা নিয়ে সৃষ্ট উত্তেজনার প্রেক্ষাপটে এ নির্দেশনা দেওয়া হয়।

পুলিশ জানায়, উপজেলার কালোচোঁ দক্ষিণ ইউনিয়ন বিএনপির কমিটি গঠনের লক্ষে বোরবার বিকেলে স্থানীয় রামপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে সমাবেশের আয়োজন করে জেলা বিএনপির সাবেক সভাপতি ইঞ্জিনিয়ার মমিনের সমর্থকরা।

একই স্থানে সভা আহ্বান করে উপজেলা বিএনপি আহ্বায়ক ড.আলমগীর কবির পাটওয়ারী সমর্থিত নেতাকর্মীরা।

সমাবেশের জন্য শনিবার উভয়পক্ষ থেকে এলাকায় মাইকিংসহ প্রশাসনের কাছে অনুমতি চেয়ে আবেদন করা হয়। এতে আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করা হয়।

হাজীগঞ্জের ইউএনও শেখ মো. মুর্শিদুল ইসলাম বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ০১১৭ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।