ঢাকা, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

রাজনীতি

তিতাসে যুবলীগ কর্মী গুলিবিদ্ধ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:২৬, সেপ্টেম্বর ২৬, ২০১৫
তিতাসে যুবলীগ কর্মী গুলিবিদ্ধ

কুমিল্লা: কুমিল্লার তিতাস উপজেলার জগতপুর এলাকার যুবলীগের নেতাকর্মীদের উপর হামলা করেছে আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা।

এ সময় দু’পক্ষের সংঘর্ষে ৭/৮ রাউন্ড গুলিবষর্ণের ঘটনা ঘটে।

এতে যুবলীগ কর্মী তৌফিক পায়ে গুলিবিদ্ধসহ আহত হয়েছেন উভয়পক্ষের অন্তত ৫ জন।

শনিবার (২৬ সেপ্টেম্বর ) বিকেলে এ হামলার ঘটনা ঘটে।

তিতাস থানার উপপরিদর্শক (এসআই) মো. শুভ বাংলানিউজকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, নিহত যুবলীগ নেতা মাসুমের বাড়িতে যুবলীগ নেতাকর্মীদের যাওয়ার খবর পেয়ে মাসুম হত্যা মামলার আসামি ইয়াছিন ভূঁইয়া ও সোহেল সিকদার গ্রুপের নেতাকর্মীরা তাদের ওপর হামলা করে। এ সময় দু’পক্ষের সংঘর্ষ হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তারা গুলিবর্ষণের কথা শুনেছেন বলে জানান।

গত ১৪ মে রাতে তিতাস উপজেলার কড়িকান্দি এলাকায় আওয়ামী লীগের একাংশের হামলা ও গুলিবর্ষণে যুবলীগ নেতা মাসুম নিহত হন। এ ঘটনায় উপজেলা ছাত্রলীগের নেতা মো. ফরহাদ ফকির বাদী হয়ে উপজেলা আওয়ামী লীগের নেতা আমিনুল ইসলাম ওরফে ইয়াছিন ভূঁইয়াকে হুকুমের আসামি করে ও উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল সিকদারকে প্রধান আসামি করে ৪০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন।

বাংলাদেশ সময়: ২২২৫ ঘণ্টা, সেপ্টেম্বর ২৬, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।