ঢাকা, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

রাজনীতি

কূটনীতিকদের সঙ্গে মঈন খানের ঈদ শুভেচ্ছা

সিনিয়র স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭:৫৭, সেপ্টেম্বর ২৬, ২০১৫
কূটনীতিকদের সঙ্গে মঈন খানের ঈদ শুভেচ্ছা ড. মঈন খান

ঢাকা: ঈদে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া দেশে না থাকায় এবার সেই দায়িত্ব পালন করলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।

ধারাবাহিকতা রক্ষার খাতিরে মঈন খান শুক্রবার রাতে বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

তার গুলশানের বাসায় কূটনীতিকদের তিনি শুভেচ্ছা বিনিময় করেছেন।

বিএনপি সূত্র জানায়, কূটনীতিকদের মধ্যে ছিলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাট ও যুক্তরাজ্যের রবার্ট গিবসন। এছাড়া গিয়েছিলেন চীন, রাশিয়া, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), নরওয়ে ও ভুটানের রাষ্ট্রদূত, নেদারল্যান্ডস, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড ও কুয়েতের চার্জ দা অ্যাফেয়ার্স, বাহরাইন ও আরব আমিরাত দূতাবাসের প্রতিনিধি এবং এনডিআইয়ের বাংলাদেশ প্রধান ও আমেরিকান সেন্টারের রাজনৈতিক উপদেষ্টা।

কূটনীতিক ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা মঈন খানের বাসায় রাতের খাবার খান।

বাংলাদেশ সময়: ০৭৫৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১৬, ২০১৫
এসএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।