ঢাকা, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

রাজনীতি

জিয়ার মাজার জিয়ারত করলেন বিএনপি নেতারা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭:১৯, সেপ্টেম্বর ২৫, ২০১৫
জিয়ার মাজার জিয়ারত করলেন বিএনপি নেতারা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম (ফাইল ফটো)

ঢাকা: প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত করেছেন বিএনপি’র বেশ কয়েকজন নেতা।

শুক্রবার (২৫ জানুয়ারি) বিকেল ৪টার দিকে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের নেতৃত্বে তারা মাজার জিয়ারত করেন।



এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, বিএনপি নেতা আবদুল্লাহ আল নোমান, অ্যাডভোকেট আহমেদ আজম খান, আসাদুজ্জামান রিপন, অ্যাডভোকেট আবদুস সালাম, মনির খান প্রমুখ।

জিয়ারত শেষে নেতারা দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানান।

বাংলাদেশ সময়: ১৭১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৫
এনএ/এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।