ঢাকা, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

রাজনীতি

দেশবাসীকে মির্জা ফখরুলের শুভেচ্ছা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৩৬, সেপ্টেম্বর ২৫, ২০১৫
দেশবাসীকে মির্জা ফখরুলের শুভেচ্ছা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঠাকুরগাঁও: দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৫ সেপ্টেম্বর) সকালে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে ঈদুল আজহার নামাজ আদায় শেষে শহরের কালীবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীকে শুভেচ্ছা জানান তিনি।



এ সময় তিনি বলেন, ত্যাগের মহিমা ছড়িয়ে যাক সারাদেশে, সৃষ্টি হোক নতুন বন্ধুত্ব। শান্তি ও মানুষের অধিকার পুন:প্রতিষ্ঠায় উদ্ভাসিত হোক আজকের দিন।
এরআগে দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

এ সময় জেলা বিএনপির সহসভাপতি মির্জা ফয়সল আমীন, চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আব্দুস সালাম হাওলাদার, শিক্ষাবিদ ইয়াকুব আলী, শরিফুল ইসলাম, মামুন অর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।

এরআগে সকাল সাড়ে ৮টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে ঈদের প্রধান জামাতে অংশ নেন মির্জা ফখরুল।
Thakurgaon_Fukrul_1
জামাতে ইমামতি করেন শহরের জেলখানা মসজিদের ইমাম মাওলানা খলিল উল্লাহ।  

এ জামাতে পৌর মেয়র এসএমএ মঈন, সদর উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ইসলামসহ ২০ হাজার মুসল্লি অংশ নেন।

এছাড়াও ঠাকুরগাঁও ৩০ বিজিবির মাঠে সকাল ৮টায় ও  আনসার ভিডিপি মাঠে সকাল ৯টায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়। ‍

বাংলাদেশ সময়: ১১৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।