ঢাকা, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

রাজনীতি

পাবনায় ছুরিকাঘাতে আহত আ’লীগ নেত্রীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:০৬, সেপ্টেম্বর ২৪, ২০১৫
পাবনায় ছুরিকাঘাতে আহত আ’লীগ নেত্রীর মৃত্যু

পাবনা: পাবনায় জামাইয়ের ছুরিকাঘাতে আহত নুরজাহান ওরফে বর্ণা খাতুন (৫০) নামে আওয়ামী লীগের এক নেত্রীর মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।



নিহত বর্ণা খাতুন শহরের রাঘবপুর মহল্লার মুক্তিযোদ্ধা তোজাম্মল হোসেন মঞ্জুর স্ত্রী। তিনি পৌরসভার ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভানেত্রী।

পাবনা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুর রশিদ রাতে বাংলানিউজকে জানান, ১৫ সেপ্টেম্বর দুপুরে নেশার টাকা না পেয়ে পালিত মেয়ের জামাই মামুন ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে আহত করেন।

গুরুতর আহত অবস্থায় তাকে পাবনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে, রাজশাহী  মেডিকেল  কলেজ  হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরে তার মৃত্যু হয়।

ঘটনার পর থেকে জামাই মামুন পলাতক রয়েছেন। রাত ১১টার দিকে এ প্রতিবেদন লেখা পর্যন্ত এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এসআই।

বাংলাদেশ সময়: ০০০৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৪, ২০১৫  
এমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।