ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

রাজনীতি

মুসলিম লীগ সভাপতির স্মরণে ইসলামিক পার্টির দোয়া

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:১০, সেপ্টেম্বর ১৯, ২০১৫
মুসলিম লীগ সভাপতির স্মরণে ইসলামিক পার্টির দোয়া ছবি: সংগৃহীত

ঢাকা: মুসলিম লীগের সভাপতি ও সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নুরুল হক মজুমদারের স্মরণে ইসলামিক পার্টির পক্ষ থেকে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বাদ আসর পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে সভা ও দোয়ার আয়োজন করা হয়।



বাংলাদেশ ইসলামিক পার্টির চেয়ারম্যান ব্যরিস্টার ছায়েদুল হাসান ইকবালের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মুসলিম লীগের মহাসচিব কাজী আবুল খায়ের।

এছাড়া বক্তব্য রাখেন, মুসলিম লীগের অস্থায়ী সভাপতি আব্দুল আজিজ হাওলাদার, ইসলামিক পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান মো. এজাজ হোসেন, ভারপ্রাপ্ত মহাসচিব এম এ তাহের চৌধুরী, অতিরিক্ত মহাসচিব অ্যাডভোকেট আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ মাহমুদুল হাসান, কেন্দ্রীয় নেতা নুরুল ইসলাম সরকার, গাজী সফিউল্লাহ, অ্যাডভোকেট আল-আমিন, এস. এম ইসমাইল হোসেন প্রমুখ।
 
এ সময় নেতারা মরহুম মজুমদারের বর্ণাঢ্য কর্মময় রাজনৈতিক, সামাজিক দিক নিয়ে আলোচনা করেন। পরে মরহুমের রূহের মাগফেরাত কামনায় দোয়া-মোনাজাত করা হয়।

বাংলাদেশ সময়: ২২০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।