ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

রাজনীতি

বর্বরতার অ্যালবাম বের করছে আ’লীগ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯:১২, সেপ্টেম্বর ১৯, ২০১৫
বর্বরতার অ্যালবাম বের করছে আ’লীগ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপি-জামায়াতের আন্দোলনে বর্বরতার ১০০ দিনের ছবি নিয়ে একটি অ্যালবাম প্রকাশ করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) দলীয় সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।



সূত্র বলছে, রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় আওয়ামী লীগ  সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে এ অ্যালবামের মোড়ক উন্মোচন করা হবে।

মোড়ক উন্মোচন অনুষ্ঠানে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য, প্রচার ও প্রকাশনা উপ-কমিটির চেয়ারম্যান এইচ টি ইমাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিলসহ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
এসকে/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।