ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

রাজনীতি

কালিহাতীর ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৭, সেপ্টেম্বর ১৯, ২০১৫
কালিহাতীর ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা

ঢাকা: টাঙ্গাইলের কালিহাতীতে ছেলের সামনে মাকে নির্যাতনের ঘটনা ও এর প্রতিবাদে  স্থানীয় জনসাধারণের প্রতিবাদ মিছিলে পুলিশের গুলি বর্ষণে ৩ জন নিহততের ঘটনায় নিন্দা জানিয়েছে খেলাফত মজলিস।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে সংবাদ মাধ্যমে পাঠানো যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান খেলাফত মজলিসের আমীর মোহাম্মদ ইসহাক ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।


 
বিবৃতিতে বলা হয়, দেশে হত্যা, ধর্ষণ, নারী, শিশু নির্যাতন, শিশু হত্যা মারাত্মক আকার ধারণ করেছে। এরই ধারাবাহিকতা ঘটেছে কালিহাতিতে। কারন এই অকথ্য নির্যাতনের নিন্দা জানানোর ভাষা নেই।

তারা বলেন, স্থানীয় জনগণ এই পৈচাশিক নির্যাতনের প্রতিবাদে মিছিল বের করলে পুলিশ গুলি করে ৩ জন মেরে ফেলে। পুলিশ দেশের জনগণের সঙ্গে গুলির ভাষায় কথা বলছে। পুলিশ নারী নির্যাতনের বিরুদ্ধে জনগনকে প্রতিবাদ করতেও দিচ্ছে না।

পুলিশ প্রশাসনের এহেন ভূমিকা অব্যাহত থাকলে দেশে গুম, খুন, ধর্ষণ, নারী শিশু নির্যাতন কখনো বন্ধ হবে না বরং আরো বৃদ্ধি পাবে বলেও বিবৃতিতে বলা হয়।

বিবৃতিতে নেতৃদ্বয় টাঙ্গাইলের কালিহাতিতে এই নির্যাতনের ঘটনার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও  এ ঘটনার প্রতিবাদে স্থানীয় জনসাধারণের প্রতিবাদ মিছিলে পুলিশের গুলি বর্ষণে ৩ জন নিহত ও অন্তত ৫০ জন আহতের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত সাপেক্ষে প্রসাশনের দোষী ব্যক্তিদের যথাযথ শাস্তি দাবি করেন।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।