ঢাকা, রবিবার, ১৯ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

রাজনীতি

গোবিন্দগঞ্জে জামায়াত নেতা গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:৪৬, সেপ্টেম্বর ১৯, ২০১৫
গোবিন্দগঞ্জে জামায়াত নেতা গ্রেফতার

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়ন জামায়াতের সাংগঠনিক সম্পাদক ফিরোজ আলমকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে স্থানীয় চড়পাড়া মাহিলা দাখিল মাদরাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।



মহিমাগঞ্জ ইউনিয়নের ছয়ঘড়িয়া গ্রামের হায়দার আলীর ছেলে। তিনি চড়পাড়া মাহিলা দাখিল মাদরাসার সহকারী শিক্ষক।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএ জাহিদুল ইসলাম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করছেন।

তিনি জানান, জামায়াত নেতা ফিরোজের বিরুদ্ধে থানায় তিনটি নাশকতার মামলা রয়েছে। ওইসব মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৩৪৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০১৫
এএটি/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।