ঢাকা, রবিবার, ১৮ শ্রাবণ ১৪৩২, ০৩ আগস্ট ২০২৫, ০৮ সফর ১৪৪৭

রাজনীতি

সিরাজের মায়ের মৃত্যুতে ছাত্রদলের শোক

পলিটিক্যাল ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৪২, সেপ্টেম্বর ১৮, ২০১৫
সিরাজের মায়ের মৃত্যুতে ছাত্রদলের শোক

ঢাকা: চট্টগ্রাম মহানগর ছাত্রদল সভাপতি গাজী সিরাজউল্লাহর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি মামুনুর রশিদ মামুন ও সাধারণ সম্পাদক মো.  আকরামুল হাসান।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ শোক জানান তারা।


 
বিবৃতিতে ছাত্রদল নেতারা মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন  এবং শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

শুক্রবার সকাল ৮টায় গাজী সিরাজউল্লাহর মা খুরশিদা বেগম হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি...রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।

বাদ আসর মরুহুমের দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
 
বাংলাদেশ সময়: ১৫৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ১৮, ২০১৫
এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।