ঢাকা, বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

রাজনীতি

প্রধানমন্ত্রীর ছবি বিকৃতির অভিযোগে জামায়াত নেতা আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৯, সেপ্টেম্বর ৬, ২০১৫
প্রধানমন্ত্রীর ছবি বিকৃতির অভিযোগে জামায়াত নেতা আটক

কুমিল্লা: সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সরকারের গুরুত্বপূর্ণ বেশ কয়েক ব্যক্তির বিকৃত ছবি প্রকাশ করায় চৌদ্দগ্রাম উপজেলায় মো. ইউসুফ নামে ইউনিয়ন জামায়াতের সাবেক এক নেতাকে আটক করেছে পুলিশ।

রোববার (৬ সেপ্টেম্বর) ভোর ৪টায় উপজেলার শুভপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।



আটক মো. ইউসুফ উপজেলার শুভপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের আব্দুল বারেকের ছেলে। তিনি শুভপুর ইউনিয়ন জামায়াতের সাবেক সেক্রেটারি ও স্থানীয় মুন্সিরহাট ইউনিয়নের ছাতিয়ানী উচ্চ বিদ্যালয়ের কম্পিউটার বিষয়ের শিক্ষক।

চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরহাদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ইউসুফের বিরুদ্ধে তথ্যপ্রযুক্তি আইনে মামলা দিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।  

স্থানীয় সূত্র জানায়, মো. ইউসুফ জামায়াতের সাবেক নেতা। শৃঙ্খলা ভঙ্গের কারণে উপজেলা জামায়াত তাকে বহিষ্কার করে। তার বিরুদ্ধে মামলা রয়েছে বলেও পুলিশ জানিয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৫৯ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।