ঢাকা, বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

রাজনীতি

জুলাই ঘোষণায় দেশের রাজনৈতিক অচলাবস্থা কাটবে: ফখরুল

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৭, আগস্ট ৬, ২০২৫
জুলাই ঘোষণায় দেশের রাজনৈতিক অচলাবস্থা কাটবে: ফখরুল সালাহউদ্দিন আহমেদ ও ফখরুল ইসলাম আলমগীর

ঢাকা: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই ঐতিহাসিক জুলাই ঘোষণা বাংলাদেশের রাজনৈতিক অচলাবস্থা কাটিয়ে তুলবে এবং গণতন্ত্র উত্তরণের পথকে সুগম করবে।  

তিনি বলেন, জুলাই ঘোষণাপত্র এবং জাতীয় নির্বাচনের সময় ঘোষণাকে স্বাগত জানিয়েছে বিএনপি।

বুধবার (৬ আগস্ট) রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের ।

এ সময় তিনি বলেন, বিএনপি মনে করে, আসন্ন নির্বাচনকে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও সকলের কাছে গ্রহণযোগ্য করতে সরকার ও নির্বাচন কমিশন যথাযথ ব্যবস্থা নেবে।

বিএনপির পক্ষ থেকে তিনি এই নির্বাচনকে সফল করার মাধ্যমে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার এবং একটি কার্যকর জাতীয় সংসদ গঠনের লক্ষ্যে সব রাজনৈতিক দল ও জনগণের প্রতি উদাত্ত আহ্বান জানান।

মির্জা ফখরুল আরও বলেন, বিএনপি বিশ্বাস করে, এই ঘোষণাপত্রে রাজনৈতিক দলগুলো যে অঙ্গীকার করেছে, তা বাস্তবায়নের মাধ্যমে একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশের পথে যাত্রা শুরু হবে। সুযোগ সৃষ্টি হবে একটি সাম্য, মানবিক মূল্যবোধ ও ন্যায়বিচারের ভিত্তিতে গঠিত সত্যিকারের প্রগতিশীল ও সমৃদ্ধ বাংলাদেশ নির্মাণের।  

এ সময় বিএনপিসহ যে সকল রাজনৈতিক দল, ছাত্র, কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষ এই আন্দোলনে অংশ নিয়েছেন, শহীদ, আহত বা পঙ্গু হয়েছেন-তাদের প্রতি কৃতজ্ঞতা জানান বিএনপি মহাসচিব।

এসবিডব্লিউ/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।