ঢাকা, শনিবার, ২৬ আশ্বিন ১৪৩২, ১১ অক্টোবর ২০২৫, ১৮ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

জনগণের ম্যান্ডেট ছাড়া পিআর পদ্ধতি গ্রহণযোগ্য নয়: আমীর খসরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৫, অক্টোবর ১১, ২০২৫
জনগণের ম্যান্ডেট ছাড়া পিআর পদ্ধতি গ্রহণযোগ্য নয়: আমীর খসরু আমীর খসরু মাহমুদ চৌধুরী

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির পক্ষে যারা, তাদের উচিত হবে জনগণের কাছে গিয়ে ম্যান্ডেট বা সম্মতি আনা। কয়েকটি রাজনৈতিক দল নিজেদের মধ্যে আলোচনা করে আগামীর বাংলাদেশের বিষয়ে কী হবে, তা ঠিক করার দায়িত্ব জনগণ কাউকে দেয়নি।

তাই যে কোনো সনদের জন্যই জনগণের ম্যান্ডেট প্রয়োজন।

শনিবার (১১ অক্টোবর) রাজধানীর মৌচাকে কসমস ফাউন্ডেশন এবং ইউনাইটেড নিউজ অব বাংলাদেশ (ইউএনবি) আয়োজিত ‘আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি: নির্বাচন ও সমালোচনামূলক দৃষ্টিভঙ্গি’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন।

আমীর খসরু বলেন, বর্তমানে প্রচলিত সংবিধানের আওতায় নির্বাচন করে দেশে গণতন্ত্র ফিরিয়ে এনে জনগণের কথা বলার সুযোগ তৈরি করতে হবে। বিভিন্ন বিষয়ে যতটুকু ঐকমত্য হয়েছে, তা নিয়ে জাতীয় সংসদে আলোচনা করা যেতে পারে। তবে শেষ পর্যন্ত কোনটি গৃহীত হবে আর কোনটি হবে না, সেই সিদ্ধান্ত জনগণই নেবে।

তিনি আরও বলেন, সনদে যেসব বিষয়ে একমত হওয়া গেছে, সেগুলো নিয়ে এগিয়ে যেতে হবে। কিন্তু এই মুহূর্তে সবচেয়ে বেশি দরকার হলো সংসদকে কার্যকর করা।

আমীর খসরু বলেন, ‘যারা বিজয়ী হবে, তাদের সরকার, তাদেরই দেশ’ এই ধরনের মানসিকতা থেকে বাংলাদেশকে বেরিয়ে আসতে হবে। দেশের রাজনৈতিক ব্যবস্থা পাল্টানো জরুরি। ভিন্নমত ও বিরোধীদের প্রতি সম্মান দেখানোর এবং দেশের সাংঘর্ষিক রাজনৈতিক সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে।  

ইএসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ