ঢাকা, শনিবার, ২৬ আশ্বিন ১৪৩২, ১১ অক্টোবর ২০২৫, ১৮ রবিউস সানি ১৪৪৭

রাজনীতি

‘সেফ এক্সিট’ নিয়ে বিএনপির সঙ্গে আলোচনা হয়নি: দুদু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:০৫, অক্টোবর ১১, ২০২৫
‘সেফ এক্সিট’ নিয়ে বিএনপির সঙ্গে আলোচনা হয়নি: দুদু বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

ঢাকা: তথাকথিত ‘সেফ এক্সিট’ নিয়ে বিএনপির সঙ্গে কোনো পক্ষেরই কোনো আলোচনা হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

তিনি বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী এ সরকারকে সবাই সাপোর্ট করে।

পরবর্তী সরকার যারা আসবে তারা এ সরকারকে সংসদের মাধ্যমে বৈধতা দেবে বলে আমাদের বিশ্বাস।

শনিবার (১১ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে ময়মনসিংহ জেলা তাঁতী দলের উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও দোয়া মাহফিলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে দুদু বলেন, ‘সেফ এক্সিট’ এর বিষয়ে বিএনপির সঙ্গে কেউ কোনো আলোচনা করেনি। বর্তমান সরকারের যারা আছেন তাদের বিষয়ে পরবর্তী সরকার স্বাভাবিকভাবেই একটু ভাববেন। আইনগত বৈধতা দিতে হলে পার্লামেন্টে আইনগত বৈধতা দেবে। এরই মধ্যে ঐকমত্য কমিশনে আলোচনা হয়েছে আগামী ১৫ তারিখে জুলাই সনদে স্বাক্ষর হবে। এ স্বাক্ষরের মধ্য দিয়ে সবাই একটি জায়গায় ঐক্যবদ্ধ হবে।

তিনি আরও জানান, ঐকমত্য কমিশনে এরই মধ্যে আলোচনা হয়েছে আগামী ১৫ অক্টোবর জুলাই সনদে স্বাক্ষর হবে। এর মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলো একটি জায়গায় ঐক্যবদ্ধ হবে।

গণতান্ত্রিক আন্দোলনের প্রসঙ্গে দুদু বলেন, আমাদের নেতা তারেক রহমান ১৬-১৭ বছর ধরে গণতন্ত্র প্রতিষ্ঠা ও শেখ হাসিনার পতনের লক্ষ্যে জাতিকে ঐক্যবদ্ধ করতে কাজ করে যাচ্ছেন। আমরা তাকে শ্রদ্ধা জানাই এবং গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।

তিনি বলেন, এখনো গণতান্ত্রিক আন্দোলন শেষ হয়নি। সাধারণ নির্বাচনের মাধ্যমে একটি গণমুখী সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে। ষড়যন্ত্রকারীরা দেশে-বিদেশে এখনো সক্রিয়, তাই জনগণের ঐক্যই আজ সবচেয়ে বড় শক্তি।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা তাঁতী দলের আহ্বায়ক আবুল কালাম, দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।


ইএসএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

রাজনীতি এর সর্বশেষ