ঢাকা, বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

রাজনীতি

ধানের শীষ হাতে কৃষকের বেশে বিজয় র‍্যালিতে বিএনপি সমর্থকরা

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫১, আগস্ট ৬, ২০২৫
ধানের শীষ হাতে কৃষকের বেশে বিজয় র‍্যালিতে বিএনপি সমর্থকরা ধানের শীষ নিয়ে বিজয় র‍্যালি

ঢাকা: রাজধানীর ব্যস্ত রাজপথে হঠাৎ করেই যেন নেমে এসেছে একখণ্ড গ্রাম। গায়ে সাদা গেঞ্জি, মাথায় খড়ের টুপি, হাতে ধানের শীষ আর সঙ্গে সাজানো গরুর গাড়ি, বিএনপির বিজয় র‍্যালিতে কৃষকের রূপে রাস্তায় নেমেছেন দলটির সমর্থকরা।

বুধবার (৬ আগস্ট) গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত বিএনপির বিজয় র‍্যালিকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় অফিসের কাছে এমন আয়োজন চোখে পড়ে।

বিএনপির প্রতীক ‘ধানের শীষ’ শুধু ব্যালটের প্রতীক নয়, দেশের কৃষিভিত্তিক জনজীবনের প্রতীক হিসেবেও বিবেচিত। এ বিজয় র‍্যালিতে সমর্থকদের কৃষকের বেশে অংশগ্রহণ এক ধরনের রাজনৈতিক ও সাংস্কৃতিক বার্তা। র‍্যালিতে অংশ নেওয়া একজন সমর্থক বলেন, আমরা শুধু রাজনীতি করতে আসিনি। আমরা মনে করিয়ে দিতে এসেছি—এই দেশের প্রাণ কৃষক, আর কৃষকের প্রতীক ধানের শীষ।

র‍্যালির পুরো পরিবেশে ছিল একধরনের উৎসবমুখরতা। গরুর গাড়িতে করে আসা সমর্থক, কৃষকের সাজে মানুষের স্লোগান, হাতের ধানের শীষ আর মুখে দেশপ্রেমের গান—সব মিলিয়ে রাজধানীর রাজপথ যেন হয়ে উঠেছিল এক অভিনব উৎসবের মঞ্চ।

এছাড়া র‍্যালিতে তরুণদেরও ছিল চোখে পড়ার মতো উপস্থিতি। কেউ কেউ বলছিলেন, গ্রাম ও কৃষির ঐতিহ্য এখন হারিয়ে যাচ্ছে। রাজনীতিতে এ মূল্যবোধগুলো ফিরিয়ে আনার বার্তা দিচ্ছে বিএনপি।

এসবিডব্লিউ/জেএইচ


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।