ঢাকা, বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

রাজনীতি

রাজধানীতে আ. লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৮, আগস্ট ৬, ২০২৫
রাজধানীতে আ. লীগের ৯ নেতাকর্মী গ্রেপ্তার গ্রেপ্তার আ. লীগের ৯ নেতাকর্মী

ঢাকা: রাজধানীর বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ।

বুধবার (৬ আগস্ট) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তাররা হলেন- জাতীয় শ্রমিকলীগ নারায়নগন্জ জেলা শাখার সভাপতি এবং ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক মো. জাহাঙ্গীর আলম বেপারী (৬২), ওয়ারী থানার সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. সেলিম রেজা (৪২), ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি আবুল কালাম আজাদ খান (৫৪), তেজগাঁও শিল্পাঞ্চল থানা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান পলাশ (৪৯), সাবেক রাজবাড়ী জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও রাজবাড়ি থানা ছাত্রলীগের সহ-সভাপতি মো. মোক্তার হোসেন সোহান (৩৩), ঝালকাঠি জেলার নলছিটি পৌরসভা ২ নং ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মো. আলম হাওলাদার (৫০),  চট্টগ্রাম জেলা সীতাকুণ্ড থানার ১নং সৈয়দপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন মিঠু (৪৮), খিলগাঁও থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক উদয়ন শার্নাল মাধব ও ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক লীগের সদস্য মো. রিপন (৩৮)।

তারমধ্যে প্রথম আটজনকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং মো. রিপনকে খিলগাঁও থানা পুলিশ গ্রেপ্তার করে।

ডিবি সূত্রে জানা যায়, মঙ্গলবার (৫ আগস্ট ) রাতে যাত্রাবাড়ী থানাধীন সাইনবোর্ড এলাকায় অভিযান পরিচালনা করে মো. জাহাঙ্গীর আলম বেপারী, স্বামীবাগ এলাকা থেকে মো. সেলিম রেজা এবং মো. সাখাওয়াত হোসেন মিঠুকে গ্রেপ্তার করে ডিবি ওয়ারী বিভাগের একটি টিম।

পৃথক অভিযানে ডিবি সাইবার দক্ষিণ বিভাগ একই রাতে রামপুরা থানাধীন বনশ্রী এলাকা থেকে নাজমুল হাসান পলাশ ও বুধবার (৬ আগস্ট) রাতে আবুল কালাম আজাদ খানকে গ্রেপ্তার করে।

ডিবি সূত্রে আরও জানা যায়, মঙ্গলবার বিকেলে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে মো. মোক্তার হোসেন সোহান এবং সন্ধ্যা সাড়ে ৭টায় লালবাগ থানা এলাকা থেকে মো. আলম হাওলাদারকে গ্রেপ্তার করে ডিবি মতিঝিল বিভাগ। একইদিন অপর এক অভিযানে সবুজবাগ থেকে উদয়ন শার্নাল মাধবকে গ্রেপ্তার করে ডিবি সাইবার বিভাগের একটি টিম।

অপরদিকে খিলগাঁও থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে খিলগাঁও থানাধীন গোড়ান এলাকা থেকে রিপনকে গ্রেপ্তার করা হয়।  

এজেডএস/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।