ঢাকা, বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

রাজনীতি

ঢাকার রাস্তায় ‘খাঁচাবন্দি’ ফ্যাসিস্ট শেখ হাসিনা!

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:৫৯, আগস্ট ৬, ২০২৫
ঢাকার রাস্তায় ‘খাঁচাবন্দি’ ফ্যাসিস্ট শেখ হাসিনা! ঢাকার রাস্তায় দেখা গেছে ‘খাঁচাবন্দি’ ফ্যাসিস্ট শেখ হাসিনাকে। ছবি: বাংলানিউজ

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) বিজয় র‌্যালিতে খাঁচাবন্দি ‘ফ্যাসিস্ট’ শেখ হাসিনাকে দেখা গেছে।  

বুধবার (৬ আগস্ট) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিশালাকৃতির খাঁচায় বন্দি হিসেবে প্রতীকী হাসিনাকে দেখা যায়।

 

খাঁচায় থাকা প্রতীকী হাসিনাকে দেখা গেছে ভারতে পলাতক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার মতো শাড়ি পরিহিত অবস্থায়। বড় বড় দাঁত আর মুখমণ্ডল রক্তাক্ত। যেন মনে হচ্ছে কেবলই কোনো মানুষের রক্ত পান করেছেন তিনি।  

যে খাঁচায় প্রতীকী ফ্যাসিস্ট হাসিনাকে বন্দি রাখা হয়েছে, তার চারপাশে সাদা কাগজে কালো বর্ণে লেখা ‘আমি বিশ্বের শ্রেষ্ঠ দুর্নীতিবাজ’, ‘আমি মিথ্যা কথা বলি’সহ নানা মন্তব্য।

বিএনপির নেতাকর্মীরা জানান, এটা আওয়ামী সরকারের দমন-পীড়ন, দুর্নীতি, বাকস্বাধীনতার কণ্ঠরোধ এবং একনায়কতান্ত্রিক আচরণের বিরুদ্ধে এক রূপক প্রতিবাদ। খাঁচার ভেতরে থাকা বন্দীর মাধ্যমে শেখ হাসিনার শাসনামলে জনগণের পরাধীনতা ও দেশের গণতন্ত্রের অবরুদ্ধ অবস্থাকে তুলে ধরা হয়েছে।

র‌্যালিতে অংশগ্রহণকারী বিএনপির নেতারা বলেন, এই খাঁচাটি শুধু একটি কাঠামো নয়, এটা আমাদের বাস্তবতা। যেখানে গোটা জাতিকে বন্দি করে রাখা হয়েছিল। শেখ হাসিনার অধীনে বাংলাদেশ এক কারাগারে পরিণত হয়েছিল।

এসবিডব্লিউ/এম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।