ঢাকা, বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

রাজনীতি

‘শিগগিরই অবসর নেবেন খালেদা’

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩:২৬, সেপ্টেম্বর ৫, ২০১৫
‘শিগগিরই অবসর নেবেন খালেদা’ ছবি: রাজীব/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া রাজনীতিতে এখন টায়ার্ড। বয়স হয়েছে।

শিগগিরই তিনি অবসর নেবেন বলে মন্তব্য করেছেন রেলপথমন্ত্রী মো. মুজিবুল হক।

শনিবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বঙ্গমাতা পরিষদ সোনালী ব্যাংক আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪০তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ মন্তব্য করেন রেলপথমন্ত্রী।

মন্ত্রী বলেন, খালেদা জিয়ার এখন মন-মেজাজ খারাপ। কোনো ইস্যুতেই সফলতা নেই। তিনমাস গুলশানে বসে ছিলেন। ভেবেছিলেন আন্দোলন করে উল্টায়া-পাল্টায়া ফেলবেন। অবশেষে ফেল করলেন। মাথা নিচু করে গুলশান ছাড়লেন।

তিনি আরো বলেন, সব কিছুতেই ব্যর্থ হয়ে খালেদার মুখ এখন বেজার।

রেলমন্ত্রী বলেন, রাজনীতিতে খালেদা এখন টায়ার্ড। বয়স হয়েছে। তাকে দেখেও বোঝা যায়, শিগগিরই তিনি অবসর নেবেন।

বঙ্গমাতা পরিষদ সোনালী ব্যাংকের সভাপতি আব্দুল খালেকের সভাপতিত্বে আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন খাদ্য প্রতিমন্ত্রী  ‍নুরুজ্জামান আহমেদ, পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান ড. হোসেন মনসুর, শ্রমিক নেতা আমিরুল হক ফারুক, এম এ করিম, আনিসুর রহমান প্রমুখ।  
 
বাংলাদেশ সময়: ১৩২৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০১৫
এডিএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।