ঢাকা, বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

রাজনীতি

বগুড়ায় শিবিরের কেন্দ্রীয় নেতা গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১:১৯, সেপ্টেম্বর ৩, ২০১৫
বগুড়ায় শিবিরের কেন্দ্রীয় নেতা গ্রেফতার

বগুড়া: বগুড়ায় পুলিশ অভিযান চালিয়ে শিবিরের কেন্দ্রীয় ছাত্রকল্যাণ সম্পাদক ও বগুড়া শহর শিবিরের সাবেক সভাপতি আলাউদ্দিন সোহেলকে (৩২) গ্রেফতার করেছে।
 
বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের সাবগ্রাম এলাকায় অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে।


 
জেলার মিডিয়াসেলের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা সহকারী পুলিশ সুপার (এএসপি বি-সার্কেল) গাজিউর রহমান রাত পৌন ৯টার দিকে বাংলানিউজকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, গ্রেফতার হওয়া শিবির নেতা আলাউদ্দিন সোহেলের বিরুদ্ধে ৫২টি নাশকতার মামলা রয়েছে।
 
বাংলাদেশ সময়: ২১১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৫
এমবিএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।