ঢাকা, বুধবার, ২২ শ্রাবণ ১৪৩২, ০৬ আগস্ট ২০২৫, ১১ সফর ১৪৪৭

রাজনীতি

আ’লীগের কার্যনির্বাহী সংসদের সভার তারিখ পরিবর্তন

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৮, সেপ্টেম্বর ৩, ২০১৫
আ’লীগের কার্যনির্বাহী সংসদের সভার তারিখ পরিবর্তন

ঢাকা: আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভার পূর্বনির্ধারিত তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ১১ সেপ্টেম্বর (শুক্রবার) এ সভা অনুষ্ঠিত হবে।

পূর্বনির্ধারিত তারিখ অনুযায়ী শনিবার (০৫ সেপ্টেম্বর) সভাটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

১১ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে সভাটি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সব সদস্যকে সভায় যথাসময়ে উপস্থিত থাকার জন্য আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম অনুরোধ জানিয়েছেন।

বাংলাদেশ সময় ২০১৮ ঘণ্টা, সেপ্টেম্বর ০৩, ২০১৫
এসকে/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।